kolkata

Feb 24 2023, 19:56

*Didir Suraksha Kawach Anchale Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 24.02.2023


Dakshin Dinajpur

Senior All India Trinamool Congress leaders including State General Secretary Gautam Das, State Mahila Senior Vice President Arpita Ghosh, MLA Rekha Roy, District Mahila President Pradipta Chakraborty, and District President Mrinal Sarkar interacted with people across numerous households in the gram panchayats of Ashokegram, Brajaballavpur, Deul, Binshira and Malancha in Dakshin Dinajpur.

Trinamool leader Arpita Ghosh spoke with the school authorities of Badalpur High School during her Pratisthan Paridarshan programme and discussed the minute concerns that needed to be addressed. “Our task is to fill the gaps and provide a peaceful environment for the education of our students and I think it is nothing impossible. The Block leadership shall look after the issues that need to be resolved in the school and shall take action, especially regarding the improvement of the school kitchen and the shed over it,” she said during her visit.

PIC: I PAC

kolkata

Feb 24 2023, 16:23

*নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল দলপতির বাড়ির হদিস পাওয়া গেল দমদম ক্যান্টনমেন্টে*


দমদম ক্যান্টনমেন্টের পোস্ট অফিস রোডে গোপাল দলপতি বাড়ির হদিস। পোস্ট অফিস রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন গোপাল দলপতি এবং সেখানেই তিনি টিউশন চালাতেন। এলাকায় গোপাল মাস্টার নামে খ্যাত ছিলেন গোপাল দলপতি। বেশ রমরমা ছিল তার। ২০০৩ ৪ সাল পর্যন্ত এখানেই তিনি থেকে টিউশন করাতেন। পরবর্তী সময়ে এলাকা ছেড়ে চলে যান তিনি। বছর পাঁচেক আগে শেষবারের মতো তিনি এলাকায় এসেছিলেন।

যে বাড়িতে ভাড়া নিয়ে গোপাল দলপতি টিউশন পড়াতেন সেই মৃণাল দাশগুপ্তের দাবি, তার থেকেও টাকা নিয়েছিলেন গোপাল দলপতি। এমনকি তাকে গ্যারান্টি রেখে গোপাল দলপতি একটি দুচোখাও কিনেছিলেন সেই নিয়ে ব্যাংকের থেকেও তার কাছে লোক আসে। শুধু তাই নয় বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে পুলিশ আসেন তার বাড়িতে। দলপতি যে এরকম করবে তিনি ভাবতে পারেননি বেশ রমরমাই ছিল গোপালের বলে দাবি তার। গোপাল দলপতি কোচিং সেন্টার উল্টো দিকের বাসিন্দা সাধন দাস জানান, গোপাল দলপতি কাছে পড়লেই ছাত্রছাত্রীরা পাস করবে এমন ভাবেই বিজ্ঞাপন দিতেন গোপাল।

kolkata

Feb 24 2023, 16:14

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 24.02.2023


AITC leader Arindam Guin interacts with the officials of a school in Panchghara Torgram gram panchayat, Pandua Block at Hooghly.

PIC: I PAC

kolkata

Feb 24 2023, 16:14

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 24.02.2023


AITC leader Asit Mazumder addresses a meeting with the panchayat officials of Kodalia-II gram panchayat, Chinsurah Mogra Block at Hooghly.

PIC: I PAC

kolkata

Feb 24 2023, 15:06

নতুন করে রাজ্যের ২০১৬ সালের প্রাথমিক নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে


কলকাতা: নতুন করে এবার রাজ্যে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। আদালতের প্রশ্ন ৪২৫০০ পরীক্ষার্থী যাদের নম্বর বাড়ানো হয়েছে, সেই নম্বর কে বাড়ালো। পরীক্ষার ইন্টারভিউ ও অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়নি বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অভিযোগ ওঠে।

বিচারপতি সরাসরি মন্তব্য করেন, অ্যাপটিটিউট টেস্ট যে নেওয়া হয়নি তার প্রমাণ মিলেছে। পর্ষদের হলফনামাও সেই কথা বলছে। বিচারপতি এই নিয়ে নিশ্চিত হতে যাঁরা টেস্ট নিয়েছিলেন বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবী করেছিল, তাঁদেরই ডেকে রুদ্ধদ্বার কক্ষে জেরা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁরা সেখানে উপস্থিত হয়ে জানিয়ে দেন তাঁরা কোনো অ্যাপটিটিউট টেস্টই নেননি।

বিনা পরীক্ষায় নম্বর যুক্ত করে অন্তত ২৫ হাজার শিক্ষক নিয়োগ হয় বলে দাবী করা হয়েছে। আর সেখানেই দুর্নীতির অভিযোগ উঠেছে। অ্যাপটিটিউট টেস্ট না নিয়েই মূল পরীক্ষায় কম নম্বর থাকাদের একাংশকে ইচ্ছে মতো নাম্বার দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদের প্রত্যেককে ৩ থেকে ৫ নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ।

যদিও হলফনামা দিয়ে পর্ষদের আদালতে জানায় এদের প্রত্যেকের টেস্ট নিয়ে নম্বর দেওয়া হয়েছে। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাঁরা যাঁরা এই টেস্ট নিয়েছিলেন বলে পর্ষদ জানায় তাদের সাক্ষ্য নেন। তারা প্রত্যেকেই জানায় তারা কেউই এই টেস্ট নেননি।

kolkata

Feb 24 2023, 15:03

আদালতের নির্দেশ না মানায় এক স্কুলের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট


কলকাতা: আদালতের নির্দেশ না মানায় এক স্কুল প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আগামী সাতদিনের মধ্যে জরিমানার ওই টাকা জমা না দিলে বেতন থেকে টাকা কেটে নিতে হবে। বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামে হাতকৃতি বালিকা বিদ্যালয়ে প্রায় পাঁচ বছর ধরে শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন দক্ষিন ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা হামিদা খাতুন।

হামিদার দাবি, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি বদলির আবেদন জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ, প্রধান শিক্ষিকা নিরুপমা হাজরা তাতে কর্ণপাত করেননি। তাই হামিদা হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২২ সালের ১ অগস্ট হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে বদলির জন্য প্রক্রিয়া শুরু করতে। কিন্তু তাতেও প্রধান শিক্ষিকা কর্ণপাত করেননি বলে অভিযোগ। তাই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়।

শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শক হাইকোর্টে জানান, সোমবার জেলা স্বাস্থ্য আধিকারিককে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী কোনও শিক্ষিকা স্বাস্থ্যের কারণে বদলির আবেদন জানালে জেলা স্বাস্থ্য আধিকারিক একটি টিম গঠন করে সেই আবেদনের গ্রহণ যোগ্যতা যাচাই করবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে বদলির নির্দেশিকা জারি করেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গতবছরের অগস্ট মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি? এত দেরি কেন? প্রশ্ন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। উত্তরে জেলা বিদ্যালয় পরিদর্শক জানান, প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি তাঁরা নথি পেয়েছেন। বিচারপতি মান্থার মন্তব্য, আদালতের নির্দেশের অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা। এমন অবস্থায়, প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেন তিনি।

kolkata

Feb 24 2023, 15:00

বিবাহ বিচ্ছেদের মামলায় এজলাস থেকে বিচারকে ফোন হাইকোর্টের বিচারপতির


কলকাতা: বিবাহ বিচ্ছেদ নিয়ে এক স্কুল শিক্ষকের স্ত্রী ও সন্তানের সমস্যা দেখতে বীরভূম জেলা জজকে এজলাস থেকে ফোন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সেই মহিলা ফের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এজলাসে শুনানি চলাকালীন মিতালি দাস এবং তাঁর মা হাত জড়ো করে দাঁড়িয়েছিলেন। নজর পড়তেই ওই মহিলার কাছে বিস্তারিত জানতে চান বিচারপতি।

মহিলা বলেন, আপনি আমার ভগবান! আপনার জন্য বাচ্চাটার চিকিৎসা করাতে পারছি। কিন্তু বিচারপতি ওই মহিলার বিষয়টি স্মরণে আনতে না পেরে বিস্তারিত জানতে চান। মিতালি জানান, তাঁর নামে ১৮টি মামলা রয়েছে। স্বামী ওই মামলাগুলি করেছে। বিচারপতির উদ্দেশে বলেন, আপনি বীরভূম জেলা মুখ্য বিচারককে ফোন করে আমার বিষয়টি দেখতে বলেছিলেন। তাতে অনেকটা উপকৃত হয়েছি।

মিতালি ফের জানান, বীরভূমের জেলা বিচারক খোরপোষের পরিমান ১০ হাজার টাকা থেকে ২ হাজার কমিয়ে দিয়েছে। এর ফলে বাচ্চার চিকিৎসায় সমস্যা হচ্ছে। বিচারপতি বলেন, মানে ৮ হাজার টাকা পাচ্ছেন। কিন্তু কেন কমল তার কারণ কী। কোনও নির্দেশের প্রতিলিপি থাকলে দিন। মিতালি বলেন, ২০১৯ সালে এই হাইকোর্ট আমার স্বামীকে ১০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

কিন্তু বীরভূমের জেলা জজ বিচারপতি সুজয় সেনগুপ্ত তা কমিয়ে ৮ হাজার করে দিয়েছেন। কেন করেছেন বুঝতে পারছি না। তিনি বলেন, আমার স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। প্রতিবন্ধী বাচ্চা নিয়ে কোথায় যাব? তার উপর এতগুলি মামলা করেছে? আর পারছি না! মিতালি দাবী করেন, তিনি হাইকোর্টে আসায় বিচারক 'অসন্তোষ' প্রকাশ করেছেন। মিতালি এবং তাঁর মা হাত জড়ো করে বলেন, আপনার মতো ভগবান পাশে ছিল বলে আমি রেহাই পেলাম। যদি আপনার পা ছুঁয়ে প্রণাম করতে পারলে ধন্য হতাম। প্রসঙ্গত, মিতালির স্বামী এক শিক্ষক।

kolkata

Feb 23 2023, 18:45

কেবল চ্যানেলের মাসুল বৃদ্ধি নিয়ে আজও জট কাটল না হাইকোর্টে


কলকাতা: কেবল চ্যানেলের মাসুল বৃদ্ধি নিয়ে বুধবারের পর বৃহস্পতিবারও জট কাটল না হাই কোর্টে। ফলে আপাতত গ্রাহকরা টাকা দিয়ে কেনা চ্যানেলগুলি দেখতে পাবেন না। আগামী সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ফের মামলার শুনানি হবে।

চ্যানেলের মাসুল বৃদ্ধির যে সিদ্ধান্ত টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) নিয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা হয় কলকাতা হাই কোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি চলছে। আবেদনকারীদের অভিযোগ, ১৫ দিনের নোটিস না দিয়েই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা প্রাপ্য সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যে ৫০ লক্ষ মানুষ কেবল পরিষেবা পাচ্ছেন না বলেও অভিযোগ।

কেবল অপারেটর সংস্থার তরফে আইনজীবীরা জানান, গত শনিবার বিকেল থেকে আচমকাই কেবল কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক গ্রাহক নিজেদের পছন্দের চ্যানেল দেখতে পাচ্ছেন না। প্রায় সব সম্প্রচার সংস্থা শনিবার থেকে তাদের চ্যানেল বন্ধ করে দেয়। কারণ মাল্টি সিস্টেম অপারেটরটি বর্ধিত মূল্য দিতে অস্বীকার করেন। এনিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। রাজ্য এবিষয়ে হস্তক্ষেপ করেনি।

কেবল ব্রডকাস্টারদের দাবি, এই মামলার কোনও ভিত্তি নেই। পঞ্জাব, হরিয়ানা, কেরালা হাইকোর্ট সহ বিভিন্ন হাইকোর্টে বিভিন্ন মামলা দায়ের হয়েছে। কিন্তু কোনও আদালতেই কোনও নির্দেশ না দেওয়ায়, এখন কলকাতা হাই কোর্টে মামলারও গ্রহণযোগ্যতা নেই।

kolkata

Feb 23 2023, 16:54

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 23.02.2023


AITC leader Snehasis Chakraborty observes Pratisthan Paridarshan event of Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign in Rajbalhat-II gram panchayat, Jangipara Block at Murshidabad.

PIC: I PAC

kolkata

Feb 23 2023, 16:53

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 23.02.2023


AITC leader Arindam Guin observes Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign in Guptipara-II gram panchayat, Balagarh Block, Hooghly.

PIC: I PAC